ফিরছে আগুন

ঢাকা: দীর্ঘ পাঁচ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি অ্যালবামের নাম।
নতুন অ্যালবাম প্রসঙ্গে আগুন বলেন, ‘নতুন অ্যালবাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি হুট করেই। কাজ চলছে দ্রুত গতিতে। আশা করছি শিগগিরই শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবো গানগুলো। কয়েকটি গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়েছে।’
তিনি আরো বলেন, গান নিয়ে ব্যস্ত ছিলেন বলেই অভিনয়ে অনেকদিন অনুপস্থিত ছিলাম।’
উল্লেখ্য, আগুনের সর্বশেষ একক অ্যালবাম ‘কী যে কান্না পেয়েছিল’ প্রকাশিত হয়েছিলো ২০১০ সালে। এরপর তিনি কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন এবং দুই একটি মিশ্র অ্যালবামে গান করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই