ফিরেছেন রাষ্ট্রদূত ওসতুর্ক

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ ছেড়ে যাওয়া তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক তিনমাস পর আঙ্কারা থেকে ঢাকায় ফিরেছেন।
রাষ্ট্রদূত ওসতুর্ক শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন বলে তুরস্ক দূতাবাসের এক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান এক বিবৃতি দেওয়ার পর গত ১২ মে ঢাকা ছেড়েছিলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকিও দুদিন আগে আঙ্কারায় ফিরে কাজে যোগ দিয়েছেন। রাষ্ট্রদূত ওসতুর্ককে তুরস্ক ফিরিয়ে নেয়ার প্রেক্ষাপটে আল্লামা সিদ্দিকিকে ঢাকায় ফিরিয়ে এনেছিল বাংলাদেশ সরকার।
মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালে দণ্ডিতদের ফাঁসি কার্যকর ঠেকাতে গত তিন বছরে বার বার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ১০ মে মধ্যরাতে যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি কার্যকরের দুদিন পরই ঢাকায় থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তারা। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, তার বিশ্বাস মৃত্যুদণ্ড হওয়ার মতো কোনো দুনিয়াবী পাপ নিজামীর নেই।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে