Thursday, July 28th, 2016
ফিরোজা বেগম’ স্বর্ণপদক পেলেন সাবিনা ইয়াসমিন  
July 28th, 2016 at 9:21 pm
ফিরোজা বেগম’ স্বর্ণপদক পেলেন সাবিনা ইয়াসমিন  

ঢাকা : দেশের বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কারপ্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ছিলো নজরুল গানের সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ৯০তম জন্মদিন। এই দিনটিকে বিশেষ করে তুলতে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকপ্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের হাতে এই স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।
পদক পেয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম আমার গুরুজনের মতো ছিলেন। তার সুর ও কণ্ঠের গুণমুগ্ধ ভক্ত ছিলাম আমি। তার নামে সংগীত পদক প্রবর্তন করায় আমার শিক্ষাকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ এবং অভিনন্দন। আর প্রথম পদকটি আমার হাতে তুলে দেয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘ সংগীত জীবনে এটিই আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়।
এরপর ফিরোজা বেগমের স্মৃতিচারণ করেন সাবিনা ইয়াসমিন। বলেন, ‘বছর দুয়েক আগে, প্রয়াত সংগীত শিল্পী কমল দাশ গুপ্তের জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন ফিরোজা বেগম। সেখানে তিনি কী চমৎকার গাইলেন। অবাক হয়ে গিয়েছিলাম তার গায়কীর ধরন দেখে। রীতিমতো কেঁদে ফেলেছিলাম! তাকে বলেছিলাম, আপা আমরা কী পারবো এ রকম! এই বয়সেও আপনি কী যে গাইলেন! তার মতো শিল্পী যুগে যুগে আসে না। আর আসবেও কিনা জানি না। তাকে আমাদের চিরদিন মনে রাখতে হবে।
সাবিনা আরো বলেন, ‘তিনি ছিলেন নজরুলের ভ্ক্ত, নজরুলের গানের আশীর্বাদ। তার মতো করে নজরুলের গানকে কেউ এভাবে ধারণ করতে পারেনি, সম্মানিত করতে পারেনি। নজরুল অনুরাগীসহ গানের সকল মানুষেরই উচিত এই মহীয়সীর জীবন ও কর্মকে জানা এবং সেখান থেকে নিজের অনুপ্রেরণা খুঁজে নেয়া।
পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরোজা বেগমের সন্তান ও গায়ক শাফিন আহমেদ। ছিলেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের দাতা ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. লীনা তাপসী খান,নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুলসঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই

সর্বশেষ

আরও খবর

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক


জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!


নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি