ফিলিপাইনে কারাগারে হামলা, ১৫০ আসামির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে একটি কারাগার থেকে দেড় শতাধিকেরও বেশি আসামি পালিয়ে গেছে। কারগারটিতে বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন কারগারের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্যও।
স্থানীয় সময় বুধবার সকালে দেশটির কিদাপাওয়ান শহরের কাছে অবস্থিত কোতাবাতো জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার সময় নিরাপত্তা রক্ষী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
পিটার নামে এক উচ্চপস্থ কর্মকর্তা জানান, কারাগারে থাকা বিদ্রোহীদের বের করে নিয়ে যেতে এ হামলা চালানো হয়েছে।
এদিকে কারাগার থেকে পালানো আসামিদের ধরতে দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করছে।
গ্রন্থনা: রাকিব