
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রার্থনা চলার সময় জোড়া বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে বিস্ফোরণ দুটি ঘটে।
প্রথম বোমাটি বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে শুরু করলে গির্জার পার্কি লটে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
হামলায় নিহতদের অধিকাংশ বেসামরিক হলেও সাত সৈন্যও নিহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক ৬১ জন। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।
খ্রিস্টান প্রধান ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় এলাকা মিন্দানাও মুসলিম প্রধান। কয়েক দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে অঞ্চলটিতে সংঘাত নিয়মিত ঘটনা। এই সংঘাত অবসানের আশায় গত সপ্তাহে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটে প্রায় ৮৫ শতাংশ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে সমর্থন দিলেও অল্প যে কয়েকটি এলাকা স্বায়ত্তশাসন প্রত্যাখ্যান করেছে সুলু তার মধ্যে অন্যতম।
এদিকে, এই হামলাকে কাপুরুষোচিত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা। একইসঙ্গে সন্ত্রাসবাদ যাতে কোনোভাবেই বিজয়ী হতে না পারে সেজন্য কর্তৃপক্ষের কাজে সহায়তা দিতে স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: রয়টার্স
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান