
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় নক-টেন’র আঘাতে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিধসের পাশাপাশি বেশ কিছু বসতবাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় সোমবার বিকেল নাগাদ ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও এর আশপাশের এলাকায় আঘাত হানতে পারে।
এর আগে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘণ্টায় ২৫৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হানে নক-টেন।
দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি। নক-টেন নামে এ ঘূর্ণিঝড়টি দেশটিতে নিনা নামে পরিচিত।
এপি’র প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টির কারণে সৃষ্ট ঝরো বাতাসে কিউঝন প্রদেশে গাছ ভেঙে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া আলবে প্রদেশে আকষ্মিক বন্যায় প্রাণ হারান এক দম্পতি।
এর আগে দেশটির উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়। এ সময় প্রায় দুইলাখ ১৮ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আক্রান্ত উপকূলীয় অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সঙ্গে দেশটির কাটানডুয়ান্স প্রদেশ, কামারিনেস সুর প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, প্রতি বছর প্রায় ২০টি বড় ধরনের ঘূর্ণিঝড় ফিলিপাইন অতিক্রম করে। ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে ও সামার এলাকায় ৬ হাজার মানুষ নিহত ও দুই লাখ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল
গ্রন্থনা: রাকিব