ফিলিপাইনে বক্সিং ম্যাচ চলাকালে হামলা, আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলাপাইনে একটি বক্সিং ম্যাচ চলাকালে মর্টার হামলার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৩৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির লেয়েতি প্রদেশে একটি শপিং মলের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ৮১ মিলিমিটার লম্বা একটি মর্টার আঘাত হানে। ধারণা করা হচ্ছে মোবাইলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটনো হয়।
প্রাথমিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন।
এদিকে গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সেন্ট নিনো প্যারিশ গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬জন আহত হয়েছিলেন।
গ্রন্থনা: রাকিব