Wednesday, July 6th, 2022
ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নিহত ১৯০০
August 23rd, 2016 at 8:29 pm
ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নিহত ১৯০০

ম্যানিলা: ফিলিপাইনে অবৈধ মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে বিগত সাত সপ্তাহে এক হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান।

মঙ্গলবার পুলিশের মহাপরিচালক রোনাল্ড ডেলা রোসা সিনেট শুনানিতে জানান, প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ফলে ইতিমধ্যেই এক হাজার ৯০০ জনের বেশি নিহত হন। এর মধ্যে পুলিশি অভিযানে প্রায় ৭৫০ জন নিহত হন।

তিনি বলেন, ‘মাদক ব্যবহারকারী কিংবা মাদক ব্যবসায়ীদের হত্যা করার ঘোষিত কোন নীতি নেই। আমরা কসাই নই। তাই বাকী মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।’

এর আগে প্রেসিডেন্ট দুতার্তে নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়েছিলেন, কোন মাদক ব্যবসায়ী গ্রেফতারে বাধা দিলে তাকে যেন গুলি করে হত্যা করা হয়। এছাড়া পুলিশ আত্মরক্ষার্থে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করলে তা বেআইনি হবে না বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এদিকে জাতিসংঘ ফিলিপাইনের প্রেসিডেন্টের মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হত্যার অনুমতি দেয়াকে আন্তর্জাতিক আইনের অধীনে একটি অপরাধ হিসেবে উল্লেখ করেছিল। এর প্রতিক্রিয়ায় দুতার্তে জাতিসংঘ থেকে ফিলিস্তিনের সদস্যপদ প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন।

জাতিসংঘ জানায়, ফিলিপাইনে মাদক সংক্রান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়া গভীর উদ্বেগের একটি বিষয়।

ফিলিপাইনি সিনেটের যৌথ তদন্তের বিষয়টি পরিচালনা করছেন সিনেটর লেইলা ডি লিমা। নজিরবিহীনভাবে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষকে এর ব্যাখ্যা দেয়ার আহ্বান জানান তিনি। সিনেটের শুনানিতে নিহতদের স্বজনদের বক্তব্যও শুনা হবে।

পুলিশ প্রধান জানান, ধরপাকড়ের সময় মোট এক হাজার ৯১৬ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে পুলিশি অভিযানে ৭৫৬ জন নিহত হন।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তদন্তে দেখা যাচ্ছে সবগুলো মৃত্যু মাদকের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এদের মধ্যে ৪০ জনকে ডাকাতি কিংবা ব্যক্তিগত বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে।’

তিনি জানান, মাদক ব্যবসার সঙ্গে ৩০০ পুলিশ কর্মকর্তা জড়িত আছেন বলে সন্দেহ করা হচ্ছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং তাদের অপসারণ করা হবে বলে সতর্ক করে দেন তিনি। সূত্র: বিবিসি, ইয়াহু নিউজ

প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ


সর্বশেষ

আরও খবর

ওমিক্রন খুবই ঝুঁকিপূর্ণ; সবাইকে প্রস্তুত থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ওমিক্রন খুবই ঝুঁকিপূর্ণ; সবাইকে প্রস্তুত থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার


শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক


আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে আহত শতাধিক

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে আহত শতাধিক


পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত

পাকিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত


কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণ

কাবুল বিমানবন্দরের কাছে আবার বিস্ফোরণ


মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা


বিশ্বে একদিনে আরও ১০ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে একদিনে আরও ১০ হাজার মানুষের মৃত্যু


ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় ১৮ বাসযাত্রী নিহত

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় ১৮ বাসযাত্রী নিহত


পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা


ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৭ বাংলাদেশির মৃত্যু