ফিলিপাইন কারাগারে বিস্ফোরণে নিহত ১০

ম্যানিলা: ফিলিপাইনের কারাগারে গ্রেনেড বিস্ফোরণের ফলে চীনের দুইজন মাদক অপরাধীসহ ১০ জন বন্দী নিহত হন। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় কারাগারের তত্ত্বাবধায়ক গুরুতর আহত হন।
শুক্রবার কারাগার ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র এবং জ্যেষ্ঠ পরিদর্শক হাভিয়ের সোলডা জানান, মেট্রোপলিটন ম্যানিলার পারানাকিউ সিটি জেলে বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে ১০ জন বন্দী নিহত হন। এরা সবাই মাদক সংক্রান্ত মামলার আসামি। এসময় গ্রেনেড বিস্ফোরণ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে।
তিনি জানান, বন্দীরা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে বন্দীরা গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন না কি বন্দুকের গুলিতে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই