ফুটবলার আমিনুল দুদিনের রিমান্ডে

ঢাকা: শাহবাগ থানায় নাশকতার মামলায় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
বুধবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে দশদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
তার আগে মঙ্গলবার বেলা তিনটার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে গুলশানের বাসায় যাওয়ার পথে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছ থেকে তাকে আটক করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাই