
ঢাকা: রাজধানীর বেরাইদে খালে নিখোঁজের চারঘন্টা পর সারোয়ার (২৯) নামে এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওই খালে নিখোঁজ হন সারোয়ার। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
ওসি জলিল জানান, সোমবার ১২টার দিকে ওই খালের পাশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র ফুটবল খেলছিল। এক পর্যায়ে তাদের ফুটবলটি খালে পড়ে যায়। তাদের মধ্যে দুই ছাত্র ফুটবলটি তুলে আনতে গিয়ে খালে তলিয়ে যেতে থাকে। এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার পানিতে নেমে তাদের উদ্ধার করেন। পরে ফুটবলটি তুলে আনার জন্য নেমে নিখোঁজ হন সারোয়ার।
তিনি বলেন, ‘সারোয়ার নিখোঁজ হওয়া চারঘন্টা পর দমকল বাহিনীর সদস্যরা বিকাল পাঁচটার দিকে ওই খাল থেকে তার লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খালের ঘূর্ণায়মান পাকে পড়ে তিনি ডুবে গেছেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস