
ঢাকা : চলছে সিয়াম-সাধনা’র মাস মাহে রমজান। সারা পৃথিবীর মুসলিম সম্প্রয়দায়ের মানুষ এই মাসে রোজা রেখে সৃষ্টিকর্তার কাছে নিজের পাপমোচনের প্রার্থনা করে। আর নিয়ম অনুযায়ী রোজা রাখতে হলে রোজাদারকে সেহরি খেতে হয়।
বাংলাদেশেও এর ব্যক্তিক্রম নয়। সেহরির জন্য অনেকেই রাতেই খাবার তৈরি করেন। আবার কেউ কেউ বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন নিয়েও চলে বাইরে রেস্টুরেন্টগুলোতে যাচ্ছেন সেহরি খেতে।
রাতে পরিবার-বন্ধু-বান্ধব মিলে সেহরি খাওয়ার ইচ্ছা অনেকের থাকলেও কোথায় কোথায় সেটা হয়, কিভাবে যেতে হবে, কখন গেলে সিট পাওয়া যাবে এইসব নিয়ে এখনো বিষয়টা অনেকের কাছেই ক্লিয়ার না। তাই এই বিষয়টিকে ইন্টারেস্টিং করার জন্য অনলাইন ভিত্তিক বাসায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা’ আয়োজন করেছে ‘সেহরি খান’ নামক একটি সেহরী পার্টির।
ফুডপান্ডার তালিকাভুক্ত জনপ্রিয় সব রেস্টুরেন্টের অংশগ্রহণে আগামী ১৬ এবং ১৭ জুন রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অব বসুন্ধরা (আইসিসিবি)’তে আয়োজন করা হয়েছে এই সেহরি পার্টির। রাত সাড়ে ৯টা থেকে ফজরের আজান পর্যন্ত চলবে এই সেহরি পার্টি।
প্রায় ৫ হাজার গাড়ি পার্কিং করার সুবিধা ছাড়াও থাকছে আড্ডা মারার ব্যবস্থা এবং ক্রেতাদের পছন্দের সব খাবারের আয়োজন। ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই পার্টিতে অংশগ্রহণ করা যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই