ফেসবুকে বিদ্যা বালান

ডেস্ক: অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় শিল্পী বিদ্যা বালান। এর আগে টুইটার ও ইন্সটাগ্রাম একাউন্ট থাকলেও কিন্তু ফেইসবুক একাউন্টে অ্যাক্টিভ ছিলেন না এই অভিনেত্রী।
সম্প্রতি,বিদ্যা তার ফেসবুক একাউন্ট সম্পর্কে ভক্তদের উদ্দ্যেশে একটি ভিডিও বার্তাও প্রকাশ করে।ভিডিওটি‘র লিঙ্ক-
https://www.facebook.com/RealVidyaBalan/videos/1813343528901348/
ফেসবুক একাউন্ট খোলার পর এই অভিনেত্রী খুবই আনন্দিত। ফেসবুকে বিদ্যা তার অভিনীত কাহানি-২ দুর্গা রানি সিং এর প্রচারণাও চালাচ্ছেন।
সম্পাদনা: নাহিদ ন্যাস, শিপন আলী