ফেডারেল-সুইফট’র সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সভা

ঢাকা: রিজার্ভ লুটের ঘটনায় সাইবার জালিয়াতি নিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এবং সুইফট’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিউইয়র্কে এক বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হ্যাকিং সম্পর্কিত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় এই ত্রিপক্ষীয় বৈঠকে। এছাড়া এ ধরণের প্রতারণা ঠেকাতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।
এসময় রিজার্ভ চুরির টাকা দ্রুত উদ্ধারের বিষয়েও কথা বলা হয়। তাছাড়া ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরণের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে সবার একযোগে কাজ করার কথাও উঠে আসে এ বৈঠকে।
প্রতিবেদন: দেলোয়ার মহিন, সম্পাদনা: সজিব ঘোষ