
ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ ওরফে গাব্বা মাসুদ (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এনাম ড্রাইভারের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, ডাকাতির খবর পেয়ে র্যাবের একটি টহল দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত মাসুদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি পিস্তল, চারটি রামদা উদ্ধার ও আরো এক ডাকাত সদস্যকে আটক করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই