
ঢাকা: নতুন চমক নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন জনপ্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। আর এই ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন সায়মন সাদিক এবং পিয়া বিপাশা। বুধবার নতুন এই সিনামায় চুক্তিবদ্ধ হয়েছে হালের এই দুই জনপ্রিয় তারকা।
‘এতো প্রেম এতো মায়া’ নামের বিগবাজেটের এ ছবিতে আরো চমক হিসেবে থাকছেন নায়ক ফেরদৌস এবং তার বিপরীতে অভিনয় করবেন গুণী অভিনেত্রী শাবনূর।
ছবিটি সম্পর্কে পরিচালক মানিক বলেন, ‘অনেক দিন ধরেই ছবিটি নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। বলতে পারেন এটা আমার একটা ড্রিম ফিল্ম। এ ছবির সব আর্টিস্ট এখনো চূড়ান্ত হয়নি। দুয়েকদিনের মধ্যেই সব চূড়ান্ত করে ফেলব। এ মাসেই ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে।
ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। স্বপ্নচোঁড়া ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাহ-আলম। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সঙ্গীত পরিচালনা করবেন জেকে মজলিশ ও ভারতের প্রিতম ব্যানার্জি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই