
ঢাকা: ফের চালু করা হচ্ছে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এফডিসির একমাত্র সুইমিংপুল। তবে এটি চালুর প্রশংসা এফডিসি কর্তৃপক্ষের ঝুড়িতে যাচ্ছে না। ‘রক্ত’ চলচ্চিত্রের নির্মাতাপক্ষ শুটিংয়ের জন্য পরিষ্কার করছে সুইমিংপুলটি।
কলকাতার পর এখন ঢাকায় শুরু হয়েছে দুই দেশের যৌথ প্রযোজনার ছবি ‘রক্ত’র শুটিংয়ের কাজ। চলতি সপ্তাহে একটি ব্যয়বহুল সেট নির্মাণ করে ফাইটের দৃশ্য শুটিং করা হয়। ছবিটির কিছু দৃশ্যের ক্লোজ শটের জন্যই এফডিসির সুইমিংপুলটি পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ছবির প্রোডাকশন ম্যানেজার উজ্জল।
তিনি বলেন ‘আমাদের ছবির কিছু ক্লোজ শট নেওয়ার জন্য সুইমিংপুলটি পরিষ্কার করছি। শনিবার সেটে ফাইটের শুটিং হয়েছে তবে এর কিছু অংশ এখনো বাকি আছে যা সুইমিং পুলে করা হবে।’
এদিকে এতদিন কেন সুইমিংপুলটি পরিষ্কার করা হয়নি এমন প্রশ্নের উত্তরে এফডিসির জনসংযোগ কর্মকতা হিমাদ্রি বড়ুয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘আসলে এখানে গত চার বছরে কেউ শুটিং করেনি। যে কারণে পরিষ্কারও করা হয়নি। এখানে যারা শুটিং করার জন্য জায়গাটা ভাড়া নেয়, তারাই জায়গা পরিষ্কার করে নেয়।’
এফডিসি কর্তৃপক্ষ কেন নিজ দায়িত্বে এটি পরিষ্কার করে না, তার কারণ বলতে গিয়ে তিনি জানালেন ‘জনবলের অভাবের’ কথা। তিনি বলেন, ‘আমাদের আসলে জনবল কম। পুরো এফডিসি পরিষ্কার করার জন্য ঝাড়ুদার আছে মাত্র ১০ জন। এখন এই ১০ জন মিলে এত বড় এফডিসি কীভাবে পরিষ্কার রাখবে? সারাদিনে তারা যতটুকু পারে, ততটুকুই পরিষ্কার রাখছি।’
সুইমিংপুলটি এখন কি নিয়মিত পরিষ্কার রাখা হবে এমন প্রশ্নের উত্তরে হেসে হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। তবে যেহেতু এখন শুটিং হচ্ছে তাই সামনেও শুটিং হতে পারে। সুতরাং পরিষ্কারের বিষয়টি আমরা মাথায় রাখবো।’
প্রতিবেদন: আসিফ আলম/আইরিন, সম্পাদনা: ইয়াসিন