
ঢাকা: যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশা’ ছবির প্রচারণায় অংশ নিতে ফের ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। বিষয়টি নিশ্চিত করছেন জাজ মাল্টিমিডিয়ার ম্যানেজার আলিমুল্লাহ খোকন।
খোকন বলেন, কয়েকদিন আগে শিকারী ছবির প্রচারণায় ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। এবার আসছেন জিৎ। আগামী ৩০ জুন ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। থাকবেন দু’দিন। ছবির প্রচারে বিভিন্ন টেলিভিশন ও গণমাধ্যমের অনুষ্ঠান-আয়োজনে অংশ নেবেন।
জিৎকে নিয়ে একটি সংবাদ সম্মেলনও করবে জাজ। সেখানে উপস্থিত থাকবেন ‘বাদশা’ ছবির নায়িকা নুসরাত ফারিয়া। আরো থাকবেন নায়ক ফেরদৌস, অভিনেত্রী সুষমা সরকারসহ ছবিটির অন্য কলাকুশলীরা। সব কাজ শেষ করে ২ জুলাই তিনি কলকাতা উড়াল দেবেন।
প্রসঙ্গত, ‘বাদশা’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব। ঢাকার জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ছবিটির কলকাতার প্রযোজক এসকে মুভিজ। রোজার ঈদে ঢাকায় মুক্তি পাচ্ছে ‘বাদশা’।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই