ফের দখলে ফুটপাত (ফটো স্টোরি)

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতগুলো আবার চলে গেছে হকারদের দখলে। তাদের বারবার উচ্ছেদ করার পরও দখলমুক্ত করা যাচ্ছে না।
সিটি করপোরেশন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাসে নিউমার্কেট এলাকায় অন্তত ৮-১০ বার ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে বর্তমান অবস্থা আবার পূর্বের মতোই।
ওই এলাকার হকার ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল জানান, বেশ কয়েক বছর থেকে ওই জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তারা। তাদের একটি নির্দৃষ্ট স্থানে পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত ওই জায়গা তারা ছাড়বেন না।
এদিকে ফুটপাত দখলে থাকায় ঈদ বাজারের বাড়তি মানুষের চাপ গিয়ে পড়ছে রাস্তার ওপর। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। ছবি তুলেছেন জীবন আহম্মেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই