
ঢাকা: প্রায় দুই বছর বিরতির পর প্লেব্যাকে ফিরলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। বুধবার রাজধানীর একটি রেকডিং স্টুডিওতে দোস্ত-দুশমন চলচ্চিত্রের ‘বোঝে নারে মন’ শিরোনামে গান রেকর্ডিংয়ের মাধ্যমে আবারো চলচ্চিত্রের গানে ফিরলেন তিনি।
‘বোঝে নারে মন’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। সুর ও সঙ্গিত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ছবিটির এ গানটিতে আসিফ আকবরের সাথে গাইবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর।
চলচ্চিত্রটি বি. কে আজাদের পরিচালনায় বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন। ইতোমধ্যে বাংলাদেশের চিত্রনায়ক জয় চৌধুরী, রোমানা নীড়, অভিনেতা অমিত হাসান, কমল পাটক চুক্তিবদ্ধ হয়েছেন।
অন্যদিকে ভারত থেকে চুক্তিবদ্ধ হয়েছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত। দোস্ত-দুশমন চলচ্চিত্রে পাঁচটি গান থাকবে যেগুলো বাংলাদেশ ও ভারতের শিল্পীরা গাইবেন জেমস (বাংলাদেশ), আসিফ আকবর (বাংলাদেশ), শান (ভারত), টুটুল (বাংলাদেশ), নাজাশ আজিজ (ভারত), মোনালী ঠাকুর (ভারত), নেহা কাক্কার (ভারত) এবং অলকা ইয়াগনিক (ভারত)।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ