
ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। শনিবার পাওয়া তথ্য অনুযায়ী নোয়াখালীতে দুজন, কক্সবাজারে দুই জন, বাগেরহাটে দুই জন, পটুয়াখালীতে একজন, ঝালোকাঠিতে একজন মারা গেছেন।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন মারা গেছেন। তারা হলেন টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের শামলাপুর কামাল হোসেন (২২) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের সিরাজ-উদ-দৌল্লাহ (৪০)।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বজ্রপাতে সকালে ও সন্ধ্যায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র অনুযায়ী সন্ধ্যা ছয়টার দিকে জাহাজমারা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভ্যানগাড়ি চালক হাসান উদ্দিন (১৮) বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন। এর আগে সকাল দশটার দিকে একই ইউনিয়নের কাটাখালি গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান কামাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি।
বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোল্লারহাট উপজেলায় শনিবার বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন দুজন। মৃত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চণ্ডিপুর গ্রামের আল আমিন খান (৩৫) এবং রামপাল উপজেলার মানিকনগর গ্রামের আজম শেখ (৪৮)। আহতরা হলেন: মোল্লারহাটের কেন্দুয়া গ্রামের খান জাহান আলী (৫০) ও পূর্ব চণ্ডিপুর গ্রামের মধু শেখ (৬৫)। আহত খান জাহান আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের চরমমিনপুর এলাকায় আজ বিকেলে বজ্রপাতে মোস্তফা দর্জি ওরফে লালু (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি ওই ইউনিয়নের মমিনপুর-জাফরাবাদ গ্রামে।
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামে শনিবার বিকেলে লাকি বেগম (২৮) নামের এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন।
এদিকে নাটোরের গুরুদাসপুরে সকালে বজ্রপাতে শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার খুবজীপুর গ্রামের শিল্পী (৩০), বিয়াঘাট গ্রামের নুরুল ইসলামের ছেলে সাকিব (৯) ও নারায়নপুর গ্রামের আকলিমা বেগম (২২)। তাদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে পাঁচজন, পাবনায় চারজন, রাজশাহীতে তিনজন, নরসিংদীতে তিনজন, রাজধানীর ডেমরায় দুইজন, গাজীপুরে দুইজন, কিশোরগঞ্জে চারজন, নাটোরে দুইজন, নেত্রকোনায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে একজন, নীলফামারীতে একজন এবং নওগাঁয় একজন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই