
ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে আবারো বাড়লো সোনার দাম। এবার বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ল।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক এই তথ্য জানান।
চলতি বছর পাঁচ দফা দাম বাড়ার পর মে মাসের শেষ দিনে সোনার দাম কমেছিল। এরপর মাত্র ১৬ দিনের ব্যবধানে আরও একবার বাড়ানো হয় সোনার দাম। আজ আবারো দাম বৃদ্ধির ঘোষণা দিল বাজুস।
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ২২৪ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে। রোববার থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। বাজুসের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভায় দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি ৪৬ হাজার ১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে।
নতুন মূল্যে প্রতি ভরি সনাতন সোনার দাম হবে ২৭ হাজার ৫২৭ টাকা। সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ১৬৬ টাকা। রবিবার থেকে এর দাম হবে এক হাজার ২২৫ টাকা।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস