
সিউল: উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে উদ্বোধন করা ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মিডিয়গুলো। তারা বলছে, পিয়ংইয়ং সম্ভবত মধ্যম মাত্রার একটি মুসুডান ক্ষেপনাস্ত্র পরীক্ষা করতে চেয়েছিল।
কী ধরনের ক্ষেপনাস্ত্র আসলে উৎক্ষেপন করতে চেয়েছিল কমিউনিস্ট দেশটি তা স্পষ্ট নয়। তবে এপ্রিল মাসে মধ্যম মাত্রার মুসুডান ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন তিনবার ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়ার।
ফলে ধারণা হচ্ছে এটিই আবারও উৎক্ষেপনের চেষ্টা করে ব্যর্থ হলো কিম জন উনের দেশ। যে কোন ধরনের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র প্রযুক্তি ব্যবহারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর।
কিন্তু কোন নিষেধাজ্ঞারই তোয়াক্বা করছে না বিচ্ছিন্ন দেশটি। জানুয়ারি মাসে চতুর্থ দফা পারমণবিক বোমার পরীক্ষা চালায় দেশটি। পাশাপাশি অনেকগুলো ক্ষেপনাস্ত্রের পরীক্ষা করে তারা। ফলে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, চতুর্থ ব্যর্থ পরীক্ষাটিও মুসুডান ক্ষেপনাস্ত্রেরই ছিল। মুসুডান ক্ষেপনাস্ত্র জাপান ও যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চলে আঘাত হানতে সক্ষম। তবে এতে এখনও সক্ষমতা অর্জন করতে পারেনি পিয়ংইয়ং। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই