
ঢাকা: বাংলার ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত মসলিন কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার করতে চায় সরকার। বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারে করণীয় বিষয়ে রোববার সচিবালয়ে এক সভাও অনুষ্ঠিত হয়েছে। সরকারি তথ্য বিবরণী এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে খোদ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জানান, মসলিন কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারে বাংলাদেশ তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে।
তিনি বলেন, ‘তাঁতবস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতীদের আয় বাড়াতে হবে। দরিদ্র তাঁতীদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা দেবে সরকার।’
চলতি অর্থবছরে ৭১ জন তাঁতীর মধ্যে এক কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তাঁতী সমাজকে পুনর্বাসন করা হবে।’
বৈঠকে বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রেজাউল কাদের ও আবু ছাইদ শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই