
ডেস্ক: তৃতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লোপেজ। মার্কিন গায়িকার ঘনিষ্ঠ মহলের খবর, দীর্ঘদিনের প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে সন্তানের জন্ম দিতে চলেছেন জেনিফার। বন্ধুরা জানাচ্ছেন, ক্যাসপার নাকি ছেলে চাইছেন। অন্যদিকে ৪৭ বছর বয়সী এ অভিনেত্রী ও গায়িকা শুধু চাইছেন সুস্থ সন্তানের জন্ম দিতে।
শোনা গিয়েছে, সন্তানসম্ভাবনার খবর পাওয়ার পর থেকেই নাকি জেনিফারকে মাথায় তুলে রেখেছেন ক্যাসপার। এর আগে ওজানি নোয়া, ক্রিস জুড ও মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর বেঁধেছিলেন লোপেজ। কিন্তু একটি বিয়েও টেকাতে পারেননি তিনি।
২০১১ সালে মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ২৫ বছর বয়সী ক্যাসপার স্মার্টের সঙ্গে প্রণয়ে জড়ান লোপেজ। যদিও এখনও পর্যন্ত তাদের বিয়ের কোনও পরিকল্পনা নেই।
এদিকে লোপেজ-অ্যান্থনির যমজ দুই সন্তান ম্যাক্স ও এমির সঙ্গে দারুণ সুসম্পর্ক গড়ে তুলেছেন ক্যাসপার। ম্যাক্স ও এমি তাকে শুধু পছন্দই করে না, বাবা হিসেবেও তিনি গ্রহণযোগ্য বলেই মনে করে তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ