
ঢাকা: রাজধানীর মিরপুর, মগবাজার ও টঙ্গীর সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ওই চার নারী ছাড়াও ফুয়াদ নামে আরেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শামসুল হক আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
জেএমবির চার নারী সদস্যরা হলেন- আকলিমা রহমান, ঐশি, মৌ ও মেঘলা। তাদের মধ্যে ঐশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আর বাকিরা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী।
এর আগে ১৭ আগস্ট ওই চার নারীকে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৬ আগস্ট তাদের গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির বলেন, ‘জেএমবির ওই নারী সদস্যরা সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ঐশি ওই সেলের প্রধান। সে মোটিভেশন করে নারীদের তাদের দলে আনতো।’
লুৎফুল কবির বলেন, ‘ইতিপূর্বে আটক হওয়া জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হাসানের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেএমবির ওই নারী সদস্যদের আটক করা হয়।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ