ফের শাবিপ্রবি ক্যাম্পাস থেকে জঙ্গি সন্দেহে ছাত্র আটক

সিলেটঃ জেলার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ইফফাত আহমেদ চৌধুরী নামের এক শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ইফফাত আহমেদ চৌধুরী নামের এ শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক এর বিষয়টি নিশ্চিত করেছে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।
আটককৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সে ওসমানীনগর উপজেলার নিজকুড়া গ্রামের খালেদ চৌধুরীর পুত্র।
প্রসঙ্গ, এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একই বিভাগের ছাত্র আব্দুল আজিজকে জঙ্গি সন্দেহে আটক করে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি/এসকেএস