ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে যুবক আটক

ফরিদপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে স্ট্যাটাস দেয়ায় তিতু খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার আসফরদী গ্রামের নিজ বাড়ি থেকে তিতু খানকে আটক করে পুলিশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিতু খান। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফরিদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি জানান, ডিবি কার্যালয়ে তিতুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগেরও তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে