
সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সে বেলকুচি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায় দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
সোমবার সন্ধ্যায় বেলকুচি ডিগ্রি কলেজের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের কটূক্তি লিখে নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন।
বিষয়টি বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষণিক প্রভাষক আব্দুল ওয়াদুদকে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রভাষক আব্দুল ওয়াদুদকে আটক করে। প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ