
ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের কাছে ২ কোটি ৭০ লাখের বেশি স্প্যাম ইমেইল ছড়ানোর দায়ে দুই বছর করাদণ্ড হয়েছে স্যানফোর্ড ওয়ালেসর। একই সঙ্গে তিন লাখ ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ৪৭ বছরের এই বাসিন্দাকে।
ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে কোনরকম সম্পর্ক না থাকলেও, বিজ্ঞাপনি ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক যেসব ইমেইল ব্যাপক মাত্রায় পাঠানো হয়, সেগুলোকে স্প্যাম ইমেইল বলা হয়। এ ধরণের বার্তা একই সঙ্গে অনেকের কাছে পাঠানো হয়।
মার্কিন ফেডারেল তদন্তকারীরা স্যানফোর্ড ওয়ালেসের বিরুদ্ধে স্প্যাম ছড়ানোর অভিযোগ আনে। তার বিরুদ্ধে ইন্টারনেটে প্রতারণার অভিযোগও আনা হয়। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, তাদের অ্যাকাউন্ট ও ইমেইল ব্যবহার করে অন্যদের কাছে এরকম ইমেইল পাঠাতেন ওয়ালেস। এজন্য তার ডাক নাম হয়েছিল ‘স্প্যাম রাজা’।
২০০৮ থেকে ২০০৯ সালের দিকে এসব স্প্যাম ইমেইল পাঠানো হয়। বিপুল পরিমাণ স্প্যাম ছড়ানোর পরই এফবিআই এর তদন্তে নামে। মার্কিন অ্যাটর্নি অফিস বলছে, ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে নানা তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছেন ওয়ালেস। সেগুলো তিনি নিজের স্বার্থে ব্যবহার করেছেন। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই