
তরুণ লেখক, চলচ্চিত্র নির্মাতা, সমাজকর্মী এবং ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ মুহাম্মাদ আলতামিশ নাবিলের ফেসবুক প্রোফাইলটিকে ব্লু ব্যাজের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। গত ১৬ জুলাই সকালে তার আইডিটি ভেরিফাইড করে ফেসবুক। এ নিয়ে নাবিল দারুণ উচ্ছ্বসিত। তিনি জানান, “কাজের স্বীকৃতি হিসেবে এমন প্রাপ্তি নতুন কাজের অনুপ্রেরণাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। সবাই কাছে দোয়া চাইছি যেনো সমানে গঠনমূলক কাজের মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারে।”
আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছেন একটি বহুজাতিক কোম্পানিতে। এ ছাড়া তিনি আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা ওয়েস্ট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক দ্বায়বদ্ধতা থেকে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন। ফ্রিল্যান্সিং এর কিছু ডিজিটাল প্লাটফর্ম এবং পার্সোনাল ব্রান্ডিং এর মতো সফট স্কিল ডেভলপমেন্ট নিয়ে তিনি ইতিমধ্যেই প্রশিক্ষিত করেছেন দেশ ও বিদেশের কয়েক হাজার তরুণ-তরুণীকে।
ইতিপূর্বে প্রকাশিত হয়েছে তার সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্মের ওপর গ্রন্থিত গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস ঐতিহ্য নিয়ে ‘লুমিয়ের থেকে হীরালাল’ এবং জহির রায়হানের কর্ম নিয়ে ‘লেট দেয়ার বি লাইট’ শীর্ষক বইগুলো।