
ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটি) ইউনিট। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আজাদ হোসেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আজাদের কাছ থেকে ফেসবুক হ্যাক করে অর্থ আদায় করার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টের জন্য ব্যবহৃত ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।
আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ জানায়, সে wapka.mobi নামক ডোমেইনে ফ্রি ওয়েব ফিশিং সাইট খুলে লাইক বাড়ানো এবং চটকদার ভিডিও দেখানোর কথা বলে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির ফেসবুকে মেসেজ পাঠায়। পরে তার পাতা ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড খোয়া যায়।
পরবর্তীতে চুরি করা আইডি ও পাসওয়ার্ড দিয়ে আসামি অ্যাকাউন্টটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এছাড়া বিকাশে টাকা দেয়ার বিনিময়ে অ্যাকাউন্ট ফেরত দেবে বলে ব্ল্যাকমেইল করে। কিংবা অ্যাকাউন্টের বিভিন্ন বন্ধুকে বিপদে পড়েছে বলে সহানুভূতি চেয়ে টাকা বিকাশ করে দিতে বলে।
আজাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ প্রীতম সাহা সুদীপ/মাহতাব/সাইফুল