
কলকাতা: ফেসিয়ালের কথায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী’র মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়েছেন স্বামী উজ্জ্বল রায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কলকাতার গাইঘাটার পাল্লা সড়কে।
জানা যায়, নির্যাতনের কারণে আড়াই বছর আগে গাইঘাটার ঢাকুরিয়ায় স্বামীর বাড়ি ছেড়ে দুই মেয়েসহ বাবার বাড়ি চলে আসেন স্ত্রী পিঙ্কি। তবে টাকার জন্য সেখানেও প্রায়ই পিঙ্কিকে নির্যাতন করতেন উজ্জ্বল। এরই মাঝে কয়েকদিন আগে স্ত্রীর কাছে পাঁচ হাজার টাকা চান তিনি। পিঙ্কি যখন বলেন, যে টাকা আছে তা দিয়ে ফেসিয়াল করাবেন তিনি তখন ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যান উজ্জ্বল।
এরপর মঙ্গলবার সকালে পিঙ্কি বাইরে বের হলে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালান উজ্জ্বল। এতে কপাল ও মুখের একপাশ পুড়ে গেছে পিঙ্কির। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, উজ্জ্বল শ্রমিকের কাজ করেন। অ্যাসিড নিক্ষেপের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি