
ঢাকা: ‘ফ্যাশন কনসেপ্ট এক্সিবিশন ২০১৬’এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর প্রধান মিলনায়তন -এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন এন্ট্রিপ্রিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী ১২০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে সেখান থেকে বাছাইকৃত ৪০ জন উদ্যোক্তার সম্পূর্ণ দেশীয় কাপড় ও উপকরণে তৈরি করা পোশাক নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি উদ্যোক্তা, বাজার সংযোগ সহযোগী, ফ্যাশন ইন্সিটিউট সমূহের ছাত্র-ছাত্রীবৃন্দ, ফ্যাশন গবেষক, সরকারি এবং বেসরকারী গণ্যমান ব্যক্তিবর্গ পরিদর্শন করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
পোশাক প্রদর্শনী উদ্বোধনের পর ১ ও ২ আগস্ট প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই