Friday, July 15th, 2016
ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে লরি হামলায় নিহত ৮০
July 15th, 2016 at 9:18 am
ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে লরি হামলায় নিহত ৮০

প্যারিস: ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবস বাস্তিল ডে’র অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের মধ্যে একটি লরি তুলে দেয়ার পর অন্তত ৮০জন নিহত হয়েছেন। এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ। তাদের অনেকের অবস্থা আশংকাজনক। পরে পুলিশ চালককে গুলি করে হত্যা করে লরিটি থামিয়েছে। ওই চালক ৩১ বছর বয়সী তিউনিশিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানা গেছে।

paris 2 0

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে যখন বাস্তিল দিবস উপলক্ষে একটি আতশবাজি প্রদর্শনী চলছিল, তখন বহু মানুষের একটি ভিড়ের উপর একটি লরি উঠে যায়। ফলে ঘটনাস্থলেই ৮০ জন প্রাণ হারান।

টুইটারের কয়েকটি ছবিতে দেখা যায় যে, অনেক মানুষ রাস্তার উপর পড়ে রয়েছে। শহরটির কর্তৃপক্ষও এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে। তারা বাসিন্দাদের ঘরের ভেতর থাকার জন্যেও অনুরোধ করেছে।

নিস শহরের প্রসিকিউটরদের উদ্ধৃত করে ফরাসি গণমাধ্যমে বলা হচ্ছে যে, সেখানে অন্তত ৮০জন নিহত হয়েছেন এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্ট্রোসি নিশ্চিত করে বলেছেন, একজন লরি চালক কয়েক ডজন মানুষ হত্যা করেছে।

paris 1 0

ফ্রান্সের গণমাধ্যমের কাছে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করেছেন, সেখানে তারা গুলির শব্দও শুনতে পেয়েছেন। যদিও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

শহরটির একজন বাসিন্দা বলছেন, ‘আমরা কয়েকটি গুলির শব্দও শুনতে পাই। প্রথমে আমরা ভেবেছিলাম যে, সেগুলো হয়তো আতশবাজির শব্দ। কিন্তু সবাইকে দৌড়ে পালাতে দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। পরে আমরা একটি হোটেলে আশ্রয় নেই।’

সামাজিক মাধ্যমে এই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়, অসংখ্য মানুষ আতঙ্কিত মুখে শহরের রাস্তা ধরে ছুটে পালাচ্ছেন। এ ঘটনার পর সঙ্কটকালীন জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

paris 0

গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। তার মধ্যেই এই ঘটনা ঘটলো। ফলে ওই জরুরি অবস্থার মেয়াদ অন্তত তিন মাস বাড়ানো হচ্ছে।

বাস্তিল দুর্গ পতনের দিবস হিসাবে ফ্রান্সে জাতীয়ভাবে দিনটি পালন করা হয়। এই উপলক্ষেই শহরটিতে নানা অনুষ্ঠান চলছিল। সূত্র: বিবিসি, এনডিটিভি।

নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই


সর্বশেষ

আরও খবর

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু


আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি

আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি


ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০

ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০


বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল


পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল


অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে


ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান


জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত