ফ্রান্সে পর্যটক বাসে গুলি

প্যারিস: দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ড্রোম অঞ্চলের কাছে রাস্তার ধারে একটি চেক পর্যটক বাসে গুলির ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে হামলার এই ঘটনা ঘটে। এসময় বাসে ৭৫ জন চেক পর্যটক এবং কয়েকজন স্কুলের শিশু ছিল।বাসটি স্পেন থেকে চেক রিপাবলিকে যাচ্ছিল।
ড্রোম অঞ্চলের প্রসিকিউটর অ্যালেক্স পেরিন জানান, গুলিতে বাসের সামনের এবং পিছনের জানালা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, হামলাকারী শিকারের রাইফেল দিয়ে পর্যটক বাসে গুলি করেন। পেরিন জানান, কাচের টুকরোর আঘাতে যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই