
ডেস্ক: ফ্রান্সের নিস শহরে হামলার বিষয়ে যেখানে সবাই নিন্দা জানাচ্ছেন সেখানে পিছিয়ে নেই বলিউড তারকারাও। অক্ষয় কুমার থেকে নববধূ বিপাশা বসুসহ অনেক বলিউড তারকাই মাইক্রোব্লগিং সাইট টুইটারে হামলার নিন্দা জানাচ্ছেন।
এমনকি তারা শোক প্রকাশ করার সঙ্গে এটিও জানিয়েছেন যে, তাদের হৃদয় নিহতদের পরিবারের কাছে ছুটে যাচ্ছে। ‘খিলাড়ি’ অভিনেতা অক্ষয় কুমার জানান, গত বছর ছুটি উপভোগ করতে স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে তিনি ফ্রান্সের নিস শহরেই ছিলেন।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবস বাস্তিল ডে’র অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের মধ্যে একটি লরি তুলে দেয়ার পর অন্তত ৮৪জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন শতাধিক। এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
পরিচালক কুনাল কোলি টুইটারে প্রশ্ন ছুঁড়েছেন যে, সন্ত্রসী হামলার কোনো শেষ আছে? অভিনেত্রী সানি লিওন বলেন, কোথাও আর কোনো নিরাপত্তা নেই। সূত্র: ইন্ডিয়া টুডে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই