
জিহাদ হোসাইন, ঢাকা: ঈদ উপলক্ষে সামনে ফ্যাশন হাউজ ফ্রিল্যান্ড’র পোষাকের সম্ভারেও এসেছে নতুন সব আকর্ষণ । তাদের কাঙ্খিত ক্রেতা মূলত ‘স্মার্ট টিনেজারস’। যে কারণে এ বয়সী ছেলে-মেয়েদের কথা মাথায় রেখেই তারা নতুন ডিজাইনের পোশাক এনেছে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারসহ বিভিন্ন এলাকায় ফ্রিল্যান্ড’র আউটলেট ঘুরে এ তথ্য জানা গেছে।
নিউজনেক্সটবিডি ডটকম’র সঙ্গে আলাপকালে ফ্যাশন হাউসটির পাবলিক রিলেশন অফিসার মোহম্মদ পাভেল বলেন, ‘এবার আমাদের ঈদ আকর্ষণ হিসেবে রয়েছে সেমি ফিটিং পাঞ্জাবি. যা খুব ঢোলা না, আবার বডি ফিটিংও না। এছাড়া রয়েছে ক্যাজুইয়াল ও ফরমাল পাঞ্জাবি। আর এমনিতে আমাদের সব পাঞ্জাবির ফিটিং খুব ভালো।’
ক্রেতারা কত টাকার মধ্যে ফ্রিল্যান্ড’র পোশাক কিনতে পারবেন? – এমন প্রশ্নের উত্তরে ফ্রিল্যান্ড’র মার্কেটিং ম্যানেজার মোহম্মদ রাফি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘পাঞ্জাবি এক হাজার ৭৮০ থেকে তিন হাজার ৪৮০ টাকা, ক্যাজুয়াল শার্ট এক হাজার ৪৮০ থেকে দুই হাজার ২৮০টাকা, ফরমাল শাট এক হাজার ৭৮০ থেকে দুই হাজার ৪৮০টাকা, জিন্স প্যান্ট এক হাজার ৯৮০ থেকে তিন হাজার ৪৮০ টাকা, ‘গ্যাভাডিঙ’ প্যান্ট এক হাজার ৪৮০ থেকে এক হাজার ৬৮০ টাকা আর ফরমাল প্যান্ট এক হাজার ২৮০ থেকে এক হাজার ৪৮০ টাকার মধ্যে।’
তিনি বলেন, ‘এছাড়া এখানে ক্রেতারা টি-শার্ট, ডি-পলো শার্ট, কুর্তাসহ এক্সক্লুসিভ ডিজাইনের সব পোশাক পাবেন। স্পেশালি স্মার্ট টিনেজাররা।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/এমআই/এসকে/এসজি