
ঢাকা: ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে সংসদ সদস্যগণের জন্য বিশেষ কোনো সুবিধা বা কোটা রাখা হয়নি বলে বিবৃতি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বুধবার তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘সংসদ সদস্যদের জন্য ফ্ল্যাট ও প্লট বরাদ্দ পাওয়া সংক্রান্ত সংবাদের ব্যাখ্যা’ শিরোনামে এক বিবৃতিতে এ দাবি করা হয়।
এতে বিশেষ ব্যবস্থায় সংসদ সদস্যগণকে ফ্ল্যাট ও প্লট বারদ্দ দেয়া হবে, এমন সংবাদ কোনোভাবেই সঠিক নয় এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি।
ফ্ল্যাট ও প্লট বরাদ্দে মন্ত্রীর ব্যাখ্যা, “গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা শহরে কয়েকটি পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তুলেছে। এসব এলাকায় বর্তমানে কোনো আবাসিক প্লট বিক্রি অবশিষ্ট নেই। অপরদিকে স্বল্প পরিমাণ জমিতে অধিক লোকের বসবাসের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উত্তরা তৃতীয় পর্বের ১৮ নম্বর সেক্টর, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ফ্ল্যাট সর্ব সাধারণের মধ্যে সহনীয় মূল্যে বিক্রি করা হবে। ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে সংসদ সদস্যগণের জন্য বিশেষ কোনো সুবিধা বা কোটা রাখা হয়নি।’
তিনি বলেন, ‘সকল শর্ত পূরণ করে যে কোনো সংসদ সদস্য সাধারণ জনগণের মতোই এসব ফ্ল্যাট কিনতে পারবেন। যেহেতু এসব ফ্ল্যাট জনগণের মধ্যে বিক্রি করা হচ্ছে, সে হিসেবেই গণপূর্তমন্ত্রী সংসদ সদস্যদেরকে ফ্ল্যাট কেনার জন্য বলেছেন। বিশেষ কোনো সুবিধা বা কোটার আওতায় তারা ফ্ল্যাট পাবেন না।’
মন্ত্রী বলেন, ‘রাজউকের চলমান পরিকল্পিত আবাসিক প্রকল্পে বর্তমানে কোনো অবিক্রিত আবাসিক প্লট নেই। ফলে সংসদ সদস্যগণ প্লট কেনার আগ্রহী হলেও তাদের জন্য কোনো প্লট বরাদ্দেরসুযোগ নেই। ভবিষ্যতে রাজউক কোনো আবাসিক এলাকার প্রকল্প গ্রহণ করলে সেখানে সাধারণ জনগণের মতো সংসদ সদস্যগণও আবেদন করতে পারবেন। শর্তাবলী পূরণ সাপেক্ষে তারা প্লট গ্রহণের সুযোগ পাবেন। সেক্ষেত্রে সংসদ সদস্যগণের জন্য বিশেষ কোনো সুবিধা রাখা হবে না।’
উল্লেখ্য, পূর্বাচল প্রকল্পের শর্তে ঢাকা শহরের আবাসিক ফ্ল্যাটের মালিকগণ প্লটের জন্য আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফলে ভবিষ্যতে আবাসিক প্লট প্রকল্পে অনুরূপ সুযোগ রাখা হলে, তা শুধু সংসদ সদস্যগণের জন্য নয়, সাধারণ জনগণও সে সুযোগ পাবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই