
ঢাকা: আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বংশালে আলুবাজার বড় মসজিদ হাজী ওসমান গণি রোড এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মাদ্রাসার ৬ জন ছাত্র দগ্ধ হয়েছে। আহতরা সবাই ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো- সামলান (৮), আশিক (৭), মুস্তাকিন (৮), জাভেদ (৭), আব্দুর রহমান (৯) ও সাজ্জাদ (৭)। তারা সবাই বংশাল এলাকার মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়েছেন।
মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, সকাল বেলা মাদ্রাসার ক্লাস শুরু হতে দেরি হওয়ায় মাদ্রাসার নিচে ঘোরাফেরা করছিল কয়েকজন ছাত্র। এসময় মাদ্রাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় ৬ ছাত্র দগ্ধ হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ সংকর পাল জানান, আহতরা ২% থেকে ১৪% পর্যন্ত দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিন জনকে ভর্তি করা হয়েছে এবং তিন জন অবজারভেশনে রয়েছে। তারা কেউই আশঙ্কামুক্ত নয়।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান