
ডেস্ক: ‘গড ফাদার’ বই হিসেবেও যেমন দুনিয়া মাতিয়েছে, ঠিক ততোটাই বাজার মাত করেছে চলচ্চিত্রটি। বইয়ের লেখক মারিও পুজো গত হয়েছেন দুনিয়া থেকে। আর গড ফাদার পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এখন বই লেখার কাজে হাত দিয়েছেন।
গডফাদার ছবির শুটিংয়ের সময় তার নিজস্ব নোটবুকটি-ই বই আকারে প্রকাশিত হবে। সিনেমাটির শুটিং চলাকালীন সাতশ কুড়িটি পৃষ্ঠার এই নোট বইতে কপোলা শুটিং বিষয়ক বিভিন্ন নোট নিতেন। লিখে রাখতেন মনের সব চিন্তা আর পরিকল্পনা। এতো বছর পার হওয়ার পর, প্রকাশকরা এখন সেই নোটবুকের তথ্যগুলোই বই আকারে ছাপতে আগ্রহী। প্রকাশকরা মনে করছেন, বইটি প্রকাশিত হলে বিংশ শতাব্দীর এই প্রখ্যাত পরিচালক সম্পর্কে পরবর্তী প্রজন্ম অনেক কিছু জানতে পারবে।
১৯৭২ সালে নির্মিত গডফাদার ছবিটি জিতে নিয়েছিল অস্কার পুরস্কার। এই ছবিতে অভিনয় করেছেন বিশ্বখ্যাত দুই অভিনেতা মার্লোন ব্রান্ডো ও আল পাচিনো। ছবিটি এখনও দর্শকদের পছন্দের তালিকায় প্রথম দশের মধ্যেই বহাল তবিয়তে বিরাজ করছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফআর/টিএস