‘বক্সিংই আমাকে মিস করবে’

ডেস্ক: দ্যা গ্রেটেস্ট, সর্বকালের সেরা ক্রিড়াবিদ মোহাম্মদ আলী চলে গেছেন না ফেরার দেশে। বিভিন্ন সময়ে খেলা, রাজনীতি ও ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন কিংবদন্তি এই লড়াকু। এক নজরে দেখে নেয়া যাক তিনি যা বলেতেন-
খেলা:
- এটা একটা স্বাভাবিক কাজ। ঘাস বেড়ে উঠে। পাখি আকাশে উড়ে। স্রোত বালি উৎপাদন করে। আর আমি মানুষকে পরাজিত করি।
- আমার লক্ষ্য হচ্ছে আমেরিকাকে মহৎ করা। তাই আমি রাশিয়াকে হারিয়েছি। আমেরিকার জন্য সোনার মেডেল এনেছি। গ্রিকরা বলে, ‘তুমি পুরনো ক্যাসিয়াস (তাদের দেবতা) থেকেও উত্তম’- ১৯৬০ সালে রোম অলিম্পিক জয়ের পর বলেন আলী।
- রোম অলিম্পিকে তৎকালীন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ফ্লোইড পেটারসনকে লক্ষ্য করে, ‘হে ফ্লোইড, আমি তোমাকে দেখেছি। ভুলে যেওনা আমি তোমাকে হারাতে যাচ্ছি। আমিই সর্বকালের সেরা।
- আমি বিশ্বকে কাঁপিয়েছি। ১৯৬৪ ও ৬৫ সালে সনি লিসটনকে হারানোর পর বলেছেন কিংবদন্তি আলী।
- আমার নাম কী? গর্ধভ। আমার নাম কী? ১৯৬৭ সালে বক্সিং রিংয়ে এরনি টেরেল তাকে মোহাম্মদ আলী বলতে অস্বীকার করার পর বলেছেন আরী।
- ১৯৭১ সালে বাসটার ম্যাথিসকে হারানোর আগে আলী বলেন, ‘আমি বাসটারকে তাই করতে যাচ্ছি, ভারতীয়রা কাস্টারকে যা করেছে।
- কেন নরটনের কাছে ১৯৭৩ সালে হারার পর মোহাম্মদ আলী বলেন, ‘আমি কখনো হারের বিষয়টা চিন্তাও করিনি। কিন্তু এখন সেটাই ঘটেছে। এটাই সঠিক বিষয়। যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। জীবনে আমাদেরকে হার মেনে নিতে হবে।’
- ‘তুমি বল ১০ বছর আগে যে পুরুষ ছিলাম, এখন আমি সেই পুরুষ নাই। আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেন, তুমি ১০ বছর আগে যে পুরুষ ছিলা এখন সেই পুরুষ নেই।’ তারকা বক্সিং ভাষ্যকার হোয়ার্ড কোসেলকে আলী।
- ১৯৭৫ সালে থ্রিলা ইন ম্যানিলা লড়াইয়ের পরে আলী বলেন, আমি সব সময় আমার সাথে লড়াইয়ে নামাদের সেরাটা বের করে আনি। কিন্তু জো ফ্রেইজার, বিশ্বকে বলব আমার সেরাটা বরে করে আন।’
‘আমি অনেক কিছু বলেছি খেলার সময়, যেটা সাধারণত আমি বলি না। প্রতিপক্ষকে এমন নামে ডেকেছি যেটা করা উচিত নয়। এ জন্য আমি ক্ষমা চাইছি। আমি দুঃখিত। ওগুলো ছিল শুধু খেলায় ভালো করার জন্য’
রাজনীতি:
- বক্সিং হচ্ছে বহু সাদা দর্শকের সামনে দুইজন কালো মানুষের একে অপরকে হারানো।
- কেসিয়াস ক্লে হচ্ছে একটি ‘দাস’ নাম। আমি এটি পছন্দ করে নেইনি। আমি এটা চাইও না। আমি মোহাম্মদ আলী, এটি স্বাধীন নাম। আমি মানুষকে তাড়া দিচ্ছি আমার সাথে ও আমার সম্পর্কে কথা বলার সময় এই নামে ডাকার জন্য।
- আমি একজন লড়ছি না। আমি অনেক মানুষের লড়া লড়ছি। আমার মিশন হচ্ছে ৩ কোটি কালো মানুষকে স্বাধীন করা। ১৯৭০ সালে জেরি কুয়ারির সাথে লড়াইয়ের আগে।
- ‘আমি মর্যাদার জন্য লড়াই করি। তবে সেটি আমার জন্য নয়, আমার ওইসব ছোট ভাইয়ের জন্য যারা বর্তমানে আমেরিকায় ফ্লোরে ঘুমায়। আমিই আমেরিকা। আমি এমন একটি অংশ যাকে তোমরা কখনো স্বীকৃতি দেবে না।
কিন্তু ব্যবহার করবে। কালোরা আত্মবিশ্বাসী হও। আমার নাম, তোমাদের নয়। আমার ধর্ম, তোমাদের নয়। আমার লক্ষ্যও আমারই। তোমরা একে ব্যবহার কর।’
- আমি জানি আমি অনেক কিছু পেয়েছি। কিন্তু কালো মানুষেরা নরকে বাস করছেন। যতক্ষণ পর্যন্ত তারা স্বাধীন হবে না। আমিও স্বাধীন না।
যুদ্ধে যেতে অস্বীকার করে:
- কেন আমি বাড়ি থেকে ১০ হাজার মাইল দূরে যুদ্ধ করতে ও মানুষের উপর বোমা ফেলতে যাব। যেখানে কথিত নিগ্রোদেরকে লুইসভিলে কুকুরের মতো মনে করা হয় ও তাদের মৌলিক অধিকারকে অস্বীকার করা হয়।
- আমাকে কোন ভিয়েতনামি মানুষ নিগ্রো বলেনি। তাদের সাথে আমার কোন ঝগড়াও নেই।
চরিত্র:
- ‘বিনয়ী হওয়া খুবই কঠিন যখন তুমি আমার মতো বিখ্যাত হবে। আমিই সর্বকালের সেরা। আমি শুধুই গ্রেটেস্ট না ডাবল গ্রেটেস্ট। আমি সবচেয়ে সাহসী, সবচেয়ে সুন্দর ও সেরা, সবচেয়ে দক্ষ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সেরা বক্সার।
- আমি বক্সিংকে মিস করবো না। বক্সিংই আমাকে মিস করবে।
- যে ব্যক্তি ৫০ বছরেও পৃথিবীকে সেভাবেই দেখে, যেভাবে দেখেছে ২০ বছর বয়সে। সে জীবন থেকে ৩০টি বছর অপচয় করেছে।
- নিজের পার্কিনসন্স রোগ সম্পর্কে মোহাম্মদ আলী বলেন, ‘সম্ভবত আমার পার্কিনসন্স রোগ হচ্ছে স্রষ্টার আমাকে স্মরণ করিয়ে দেয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাকে ধীর করে দিয়েছে। কথা বলার চেয়ে শোনার প্রতি বেশি মনোযোগী করে দিয়েছে। সত্যিই এখন মানুষ আমার দিকে বেশি মনোযোগ দেয়। কারণ আমি এখন কম কথা বলি ও বেশি শুনি।
- আমি সব সময় নারীদের ধাওয়া করা পছন্দ করেছি। পার্কিনসন্স সব বন্ধ করে দিয়েছে। এখন আমার মনে হয় কেবলস্বর্গে যাওয়ারই সুযোগ আছে।
- তারা কী এমন কোন বক্সার আর পাবে যে কবিতা লিখে, ভবিষ্যতবাণী করে, সবাইকে হারায়, মানুষকে হাসায় ও কাঁদায় এবং আমার মতো লম্বা ও নিখুঁত? সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই