
বগুড়া: জেলার সোনাতলা উপজেলার সিহিপুর মধ্যপাড়া গ্রাম থেকে রোববার ভোরে নকল দুধ তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ মো. আমিরুল ইসলামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মোঃ আব্দুল মান্নানের বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং হাতেনাতে তিনজনকে গ্রেফতা্র করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার বেড়া থানার সরজিত ঘোষ (২০) পিতা: অজিত ঘোষ, মো: আব্দুল হান্নান (২০) পিতা- মো: মনতাজ মল্লিক, এবং বগুড়ার সোনাতলা উপজেলার সজিব কুমার ঘোষ (২২) পিতা- আশ্বীনী ঘোষ।
পুলিশ সুপার কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই কারখানায় বাজার থেকে অল্প পরিমাণ খাঁটি দুধ ক্রয় করে উক্ত দুধের সাথে পানি, সয়াবিন তেল, পারঅক্সাইড ও হোয়াই পারমেট পাউডার, ব্লেন্ডার মেশিন দ্বারা মিশ্রণ করে অধিক পরিমাণ খাঁটি দুধের ফ্লেবার ও রং তৈরি করা হয়।
উক্ত কেমিক্যালে তৈরি দুধ সাধারণ মানুষ খেলে মানব দেহে মারাত্মক ক্ষতিকর ও ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে। এছাড়াও শিশুদের জন্য এ দুধ খুবই ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়। গ্রেপ্তারকৃতরা ওই দুধ ব্রাক ও আড়ং কোম্পানির কাছেও বিক্রি করতো বলে জানায়।
এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
রিপন দাস (বগুড়া), সম্পাদনা: জাহিদ