বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, পাকিস্তানের হাইকমিশনারকে তলব

ঢাকা: ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং অপপ্রচারের প্রতিবাদে তাকে তলব করা হয়।
পাশাপাশি ঢাকার পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ে মহাপরিচালক তারেক মোহাম্মদ পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানান।
পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হলেও তলবের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর