
ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে আমাদের গভীরভাবে উপলদ্ধি করতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের তৃতীয় লেভেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর যখন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন, ঠিক তখন ৭১ এর কুচক্রীমহল নির্মম নিষ্ঠুরভাবে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে।’
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।’
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেন, ‘শিশু রাসেলকেও যারা নৃশংসভাবে হত্যা করেছে, তারাই ৭১ এর স্বাধীনতা বিরোধী এবং তারাই আজ গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গি।’
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, মোঃ শহিদুজ্জামান সরকার, মোঃ ইকবালুর রহিম ও মোঃ শাহাবুদ্দিনসহ আরো অনেকে।প্রতিবেদক-কামাল হোসেন, সম্পাদনা-হাসান জিহাদ, জাহিদুল ইসলাম