
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করেন। বঙ্গবন্ধু যেখানে প্রথম বুলেটবিদ্ধ হন সেই সিঁড়িতে ফুলের পাপড়ি ছিঁটিয়ে দেন তিনি। পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং দোয়া পড়েন। তারপর বনানীতে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার শিরিন শারমিন চৌধূরী ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। স্পিকারের পর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এর উন্মুক্ত করে দেয়া হয় শ্রদ্ধা জাননোর স্থানটি। তারপর থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এছাড়া বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর মধ্যে শ্রদ্ধা জানানো, মিলাদ ও দোয়া মাহফিল থেকে শুরু করে বঙ্গবন্ধুর জীবনী ও তার অবদান নিয়ে আলোচনার আয়োজন রয়েছে।
এছাড়া দিনটি উপলক্ষ্যে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ থেকে শুরু করে দেশব্যাপী ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে শোক প্রকাশ করেছেন রাজনীতিক, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই