
গাজীপুর: বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’
শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘বিগত বিএনপি জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকাণ্ডের পর আমাদের হাসপাতালে দেখতে যেতে দেয়া হয়নি। এমনকি দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হয়েছেন এমন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।’
তিনি বলেন, গাজীপুরবাসী জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে লালন করে আওয়ামী লীগ করে বলে হত্যা খুন করে দলকে নিশ্চিহ্ন করা যায় না।
মন্ত্রী আরো বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে মডেল হিসেবে নেয়া হয়েছে। এ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামীতে আওয়ামী লীগের অন্যান্য সম্মেলনের আয়োজন করবো বলে মন্ত্রী উল্লেখ করেন।
গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভেকেট মো. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভেকেট রহমত আলী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, অ্যাডভেকেট মমতাজ উদ্দিন মেহেদী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই