বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় ট্রাস্টের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় একটি শোক প্রস্তাব এবং জাতির পিতার ৪১তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বন্ধু স্মৃতি জাদুঘরে সহকারী কিউরেটর নির্মল কান্তি দাস গুপ্তের মৃত্যুতে আরেকটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন প্রকল্প এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই