
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও টোলপ্লাজা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সিরাজগঞ্জ থেকে এমআরকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৫২৩) ঢাকা যাচ্ছিলো। বাসটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় পৌছলে ব্যাটারীর শটসার্কিট থেকে হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। এতে বাসের ইঞ্জিন পুড়ে যায়।
এসময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়ে। তাৎক্ষনিক টোলপ্লাজায় কর্মরত কর্মকর্তা কর্মচারী ও পুলিশ বালি ও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সর্ভিসের টহল দলের লিডার কোহির উদ্দিন দেওয়ান জানান, ব্যাটারীর শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। বাসের ইঞ্জিন পুড়ে গেছে। তবে ইঞ্জিন ছাড়া কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই সোহেল রানা জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই টোলপ্লাজায় কর্মরত পুলিশ ও কর্মকর্তা কর্মচারীরা বালি ও পানি দিয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতিবেদন: শরীফ আহমদ ইন্না