
লালমনিরহাট: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় ভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার ওই উপজেলার কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয় মাঠ তাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি।
বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ইউএনও নূর কুতুবুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য মাহাবুব প্রধান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান ও লতিফা আক্তার, বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ রশিদ, কোচ আলিমাল সাঈদ খোকন ওবিজয়ী দলের খেলোয়াড়দের পক্ষে গোল রক্ষক মিশু আক্তার সুরভী।
আসাদুজ্জামান সাজু(লালমনিরহাট), সম্পাদনা: জাহিদ